আল্লাহ আমাদের সহায়, জালেমদের বিদায় হবেই

S M Ashraful Azom


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করে বলেছেন, আল্লাহ আমাদের প্রতি সহায় আছেন। প্রতিদিনই দোয়া হচ্ছে। জালেম সরকারের বিদায় হবেই, তারা ক্ষমা পাবে না


আজ সোমবার ইস্কাটন রোডের লেডিস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে খালেদা এসব কথা বলেন


খালেদা জিয়া অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেওয়া হলেও তার জামিন নিয়ে এখন হয়রানি করা হচ্ছে


খালেদা জিয়া বলেন, যারা আজ বড় বড় কথা বলছেন, তারা সফল হবেন না। আল্লাহ আমাদের সহায় আছেন। মক্কা শরিফে আমাদের জন্য প্রতিদিন দোয়া হচ্ছে। কারও না কারও দোয়া্ কবুল হবে। জালিমরা বিদায় নেবেই। কিন্তু তাদের হয়ে যারা কথা বলছে, তারা তখন বুঝবে। তারা দেশের মানুষের কাছে ক্ষমা পাবে না। আল্লাহর কাছেও ক্ষমা পাবে না।  


বিএনপি চেয়ারপারসন বলেন, ঘরে বাইরে কোথাও নিরাপদ নেই মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মনে শান্তি নেই। ক্ষমতায় টিকে থাকতে সরকার শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে। সাধারণ মানুষের খেয়াল নেই, দ্রব্যমূল্যের কারণে মানুষের রোজা রাখতে কষ্ট হচ্ছে। তারা ব্যস্ত আছে লুটপাট ক্ষমতা পাকাপোক্ত করতে। আর ২০ দলের ওপর নির্যাতন করছে


আওয়ামী লীগের সমালোচনায় খালেদা বলেন, তারা নিজেরা নষ্ট হয়েছে, এখন যুব সমাজকে নষ্ট করতে চলেছে। মাদক আমদানি করে যুব সমাজকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। নারীরা কোথাও নিরাপদ নয়। আগে কখনও এভাবে ট্রেনে-বাসে নারী নির্যাতন হয়নি


ইফতারের আগে সবার কল্যাণে দোয়া মোনাজাত হয়। এতে সভাপতিত্ব করেন জাপগার সভাপতি শফিউল আলম প্রধান


২০ দলের নেতাদের মধ্যে এলডিপির কর্নেল (অব) অলি আহমদ, জাতীয় পার্টির কাজী জাফর, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মুহাম্মদ ইসহাক, জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির . ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির ডা. মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামারুজ্জামান খান, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ডিএল সা্ইফুদ্দিন আহমেদ মনি, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


বিএনপি নেতাদের মধ্যে ছিলেন এম কে আনোয়ার, . মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top