সাভারে গণবিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছে আইন বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মখদুম-ই-মূলক মাশরাফী’র বিরেুদ্ধে লিখিত অভিযোগ দেন আইন বিভাগের প্রথম পর্বের এক ছাত্রী।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মখদুম-ই-মূলক মাশরাফী’র বিরেুদ্ধে লিখিত অভিযোগ দেন আইন বিভাগের প্রথম পর্বের এক ছাত্রী।
বিশ্ববিদ্যালয়ের ভিসি মেজবাহ উদ্দিন জানান, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি তদন্ত কমিটি করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।