বাংলাদেশ তথ্যপ্রযুক্তি সম্মাননা

S M Ashraful Azom
বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার মো. হানিফউদ্দিন মিয়াকে (মরনোত্তর) দেয়া হচ্ছে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি সম্মাননা -২০১৪ ।এছাড়াও বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পুরস্কার পাচ্ছে আইসিটি বিভাগ ও প্রযু্ক্তিপণ্য আমদানীকারক ও পরিবেশক কোম্পানি কম্পিউটার সোর্স লিমিটেডসহ চার ব্যক্তি ও প্রতিষ্ঠান ।
শ্রেষ্ঠ প্রধান প্রযুক্তি কর্মকর্তা -২০১৪ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে ন্যাশনাল ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারকে। এছাড়া মেলায় উদ্ভাবনী ক্যাটাগরিতে অংশ নেয়া প্রকল্পগুলো থেকে সেরা তিন উদ্ভাবনকে শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রকল্পের পুরস্কার দেয়া হচ্ছে।
মঙ্গলবার আইসিটি এক্সপো-২০১৫ অনুষ্ঠানের আয়োজক সূত্রে এই তথ্য জানা যায়। আইসিটি এক্সপো-২০১৫ এর আহবায়ক মুজিবুর রহমান স্বপন এনটিভি অনলাইনকে জানান, বুধবার মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেবেন ।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে সোমবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) যৌথভাবে তিন দিনের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
‘মেইক বাই বাংলাদেশ’ ধারণার উপস্থাপন নিয়ে এ মেলায় সরকারের ১০টিরও বেশি মন্ত্রণালয় ও সেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তির শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ মেলায় হাজির হয়েছে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বশেষ সরকারি-বেসরকারি সেবাগুলো প্রদর্শন করা হচ্ছে।সকলের জন্য উম্মুক্ত এই মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top