জেলার
মুক্তাগাছা উপজেলায় খালে গোসল করতে গিয়ে রাকিবুল ইসলাম ফকির (১৪) নামের এক
মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। রাকিবুল বাহেঙ্গা গ্রামের জালাল উদ্দিন
ফকিরের ছেলে বড়গ্রাম দাখিল মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, শুক্রবার জুমার নামাজের আগে তিন কিশোর কাটাজানি খালে গোসল করতে
যায়। সাঁতার কাটার জন্য তারা ওই খালের স্লুইজ গেটের উপর থেকে ঝাঁপ দেয়। এ
সময় কোনাগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন(১৫), আক্তার আলীর ছেলে
রিফাত(১৫) ও বাহেঙ্গা গ্রামের জালাল উদ্দিন ফকিরের ছেলে রাকিবুল(১৪)
স্রোতের টানে স্লুইচগেইটের ভেতরে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন সুমন ও
রিফাতকে আহত অবস্থায় উদ্ধার করলেও রাকিবুলের কোন সন্ধান পাওয়া যায়নি।
মুক্তাগাছা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে উদ্ধারের প্রক্রিয়া চলছে।