মেসি এখনো সেরা: পেকারম্যান

S M Ashraful Azom
কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান বলেছেন, ‘লিওনেল মেসি এক কথায় বিশ্বের সেরা ফুটবলার।’ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে প্রতিপক্ষ আর্জেন্টিনার ফুটবল সুপার স্টারকে নিয়ে মন্তব্যটি করেছেন কলম্বিয়ার কোচ।

বাংলাদেশ সময় শনিবার ভোরে দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চিলিতে এখনো পর্যন্ত নিজের সেরাটা দেখাতে ব্যর্থ হয়েছেন মেসি। প্যারাগুয়ের বিপক্ষে যে গোলটি তিনি আদায় করেছেন সেটিও পেনাল্টি থেকে। তারপরও প্রতিপক্ষ দলের কঠিনতম খেলোয়াড় হিসেবে মেসিকেই লক্ষ্যবস্তু বানিয়েছেন পেকারম্যান।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেসিকে কিছুটা সাদাসিধে মনে হলেও তিনিই বিশ্বসেরা। বিশ্বকাপের আদলেই আর্জেন্টিনা আসন্ন ম্যাচে খেলবে। দলে কিছু নতুন সংযোজন ঘটেছে যারা ভাল পারফর্ম করছে। শুরু থেকেই নিজের পরিকল্পনাকে বাস্তবায়নে মনোযোগী হয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো।’

অপরদিকে ইনজুরি ভর করেছে কলম্বিয় দলকে। রয়েছে নিষেধাজ্ঞার খড়গ। যে কারণে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে কলম্বিয়া দলে থাকতে পারবেন না কার্লোস বাক্কা, কার্লোস সানচেজ ও এডউইন ভালেন্সিয়ার মত তারকারা। তবে যে কোন প্রতিকূলতাকে অতিক্রম করার মত ক্ষমতা নিজের বর্তমান দলের আছে বলে মন্তব্য করেছেন পেকারম্যান।

তিনি বলেন, ‘এরকম সমস্যায় আমরা প্রথমবার পড়িনি। এর আগেও আমরা এরকম ইনজুরি ও নিষেধাজ্ঞার কবলে পড়েছি। যে কারণে পরিস্থিতির সঙ্গে মোকাবেলার অভ্যাস আমাদের মধ্যে গড়ে উঠেছে। আমরা ভাল একটি ম্যাচের অপেক্ষায় রয়েছি। ম্যাচটি খেলার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমার দলে প্রতিটি পজিশনেই মেধাবী খেলোয়াড় রয়েছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top