চট্টগ্রামে গত
কয়েকদিনের ভারী বর্ষণে জরাজীর্ণ বিদ্যুত্ বিতরণ লাইন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গাছপালা ভেঙে পড়ে এবং বৃষ্টির পানি ঢুকে ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায়
বিভিন্ন এলাকা বিদ্যুিবহীন হয়ে চরম জনদুর্ভোগ নেমে এসেছে।
পিডিবি’র
স্টেডিয়াম বিতরণ বিভাগ জানায়, গত দু’দিনে ৩টি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে।
বিতরণ লাইনের উপর গাছ ভেঙে পড়ে তার ছিঁড়ে গেছে। অব্যাহত বর্ষণে মেরামত
কাজও দ্রুত করা যাচ্ছে না। বৃষ্টির কারণে মেরামত কাজ করার সময় পুরো লাইনে
বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখতে হয়। এতে অন্যান্য গ্রাহকরাও বিদ্যুত্হীন হয়ে
পড়ছে। ষোলশহর বিতরণ বিভাগ জানায়, তাদের দু’টি ট্রান্সফরমার গত শনিবার নষ্ট
হয়েছে। ঝড়ো হাওয়া ও গাছ ভেঙে পড়ে অসংখ্য স্থানে বিতরণ লাইন ছিঁড়ে যাওয়ার
অভিযোগ পাওয়া গেছে। মেরামত কাজে নিয়োজিত কর্মীরা দিনে-রাতে কাজ করে
যাচ্ছেন। হালিশহর বিতরণ বিভাগ জানায়, লালদিয়া চর ও কাঠগড় এলাকায় দু’টি
ট্রান্সফরমার নষ্ট হয়েছে। বিভিন্ন স্থানে লাইনের তার ছিঁড়ে গেছে।
জলাবদ্ধতার কারণে ঘটনাস্থলে পৌঁছানো যাচ্ছে না। কালুরঘাট বিতরণ বিভাগ
জানায়, খাজা রোড, বাদামতল এলাকায় ট্রান্সফরমার চারদিন আগে নষ্ট হয়ে গেছে।
এতে ঐ এলাকার কয়েক হাজার গ্রাহক অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া নগরীর
পাথরঘাটা, বাকলিয়া, পাহাড়তলী, কাট্টলী, হালিশহর, মাদারবাড়ি ও আগ্রাবাদ
এলাকায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। পিডিবি জানায়, গত কয়েকদিনের প্রাকৃতিক
দুর্যোগে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিদ্যুত্ বিতরণ
ব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিডিবি’র
কর্মকর্তাদের দাবি, বৃষ্টি ও জলাবদ্ধতায় মেরামত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পিডিবি’র মেরামত কারখানায় জনবল সংকটে নষ্ট হওয়া ট্রান্সফরমারের স্তূপ
জমেছে। কারখানার কর্মকর্তারা জানান, দৈনিক দু’টির বেশি ট্রান্সফরমার মেরামত
করার সক্ষমতা নেই। অথচ গত ২০ দিনে চট্টগ্রাম জোনের বিভিন্ন স্থান থেকে
প্রায় ৭০টি ট্রান্সফরমার মেরামতের জন্য আনা হয়েছে।
পিডিবি
জানায়, বিদ্যুত্ সমস্যার অভিযোগ নিয়ে একের পর এক ফোন আসছে। অভিযোগ পাওয়ার
পর অব্যাহত বৃষ্টিপাতে ঠিকমতো মেরামত কাজ করা যাচ্ছে না। জলাবদ্ধতায়
বিদ্যুত্ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। প্রতিদিন যে পরিমাণ অভিযোগ
পাওয়া যাচ্ছে তা সীমিত জনবল দিয়ে বিতরণ লাইন স্বাভাবিত রাখা দুরূহ হয়ে
পড়েছে।
গত
কয়েকদিনের অব্যাহত ভারী বর্ষণে বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে গ্রাহকরা। পিডিবি’র জনবল সংকটে
মেরামত কার্যক্রম বিলম্ব হচ্ছে।