মিশরের
উত্তর সিনাইয়ে সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপয়েন্টে হামলায় অন্তত ৩৫ জন নিহত
হয়েছেন। স্থানীয় ও নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে আল
জাজিরা।
'প্রভিন্স
অব সিনাই' নামের একটি চরমপন্থী সংগঠনের ৭০ জন যোদ্ধা এক যোগে এলাকাটির
বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সূত্র আরো জানিয়েছে, হামলাকারীদের
মধ্যে ২২ জন নিহত হয়েছে। এসময় চরমপন্থিদের তিনটি সাঁজোয়া যান ধ্বংস করে
দেয়া হয়।
অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করতে বিমানবাহিনী যুদ্ধ বিমান মোতায়েন করেছে। হামলার পর ইসরাইল মিশরের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে।