ঈদের নামাজ পড়লেন টিউলিপ সিদ্দিক

S M Ashraful Azom
লন্ডনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক। শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় তার নির্বাচনী এলাকা কিলবার্ন পার্কে দ্বিতীয় জামাতে তিনি এই নামাজ আদায় করেন। হাফিজ মাওলানা শেখ ইউসুফের ইমামতিতে ঈদের জামাতে তার নির্বাচনী ক্যাম্পেইনার মতছির চৌধুরী জনি ও আলী আকবর চৌধুরীসহ আরও অনেকে টিউলিপের সঙ্গে ছিলেন। নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি ব্রিটেন ও বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ শুভেচ্ছা জানান। টিউলিপ বলেন, আমাদের ঈদ বহু ধর্মের দেশ ব্রিটেনের কমিউনিটি ঐক্য সুদৃঢ় করে। ধর্মীয় চেতনা অপশক্তি মোকাবেলায় আমাদের সাহস যোগায়। রোববার (১৯ জুলাই) পূর্ব লন্ডনে একটি ঈদ রিসিপশনে যোগদান করার কথা রয়েছে টিউলিপের। ঐ রিসিপশনে কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, ব্রিটেনের মসজিদগুলোর জুমা ও ঈদ জামাতে পুরুষদের সঙ্গে আলাদা দুরত্বে নারীরাও নামাজ আদায় করে থাকেন। এবারের প্রতিটি ঈদ জামাতেও প্রচুর নারী অংশ নেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top