ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী সিএনজি স্টেশন আগামী ২১ জুলাই পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সিএনজি স্টেশন ১৯ জুলাই পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দু’দিন বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।