পূর্ব জেরুজালেমে
পবিত্র আল আকসা মসজিদে প্রবেশ করেছে ইসরাইলি পুলিশ। মসজিদ থেকে ফিলিস্তিনী
বিক্ষোভকারীদের উত্খাত করতে গতকাল সেখানে প্রবেশ করে তারা। এ সময়
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ অভিযোগ করছে, বিক্ষোভকারীরা
দাঙ্গা বাঁধাতে পটকা ও পেট্রোল বোমা মজুদ করছিল। খবর বিবিসি’র।
ইসরাইলি
মিডিয়া বলছে, পশ্চিম তীরে ইহুদি পর্যবেক্ষকদের পরিদর্শন বাতিল করতেই এই
কাজ করেছে ফিলিস্তিনিরা। ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মুখোশ পরা
দাঙ্গাকারীরা আল আকসা মসজিদের ভেতর অবস্থান নেয়। এক পর্যায়ে মসজিদের ভেতর
থেকে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে এবং পুলিশ প্রবেশের পথে
প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারা পুলিশকে সরাসরি লক্ষ্য করে পটকা ছোঁড়ে। এ
সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয়। ছয়জন ফিলিস্তিন নাগরিককে আটক করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ব্যাপক সংঘর্ষ ও দাঙ্গা প্রশমনে এবং আরো পুলিশের আহত
হওয়া ঠেকাতে পুলিশ বাহিনীর সদস্যরা মসজিদের ভেতর কয়েক মিটার পর্যন্ত ঢুকে
পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গাকারীদের ভেতরে রেখেই মসজিদের দরজা বন্ধ
করে দেয়।