পাহাড় ধসের
আশঙ্কায় কক্সবাজারের ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে নির্দেশনা দিয়ে
বিশেষ প্রচারাভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। গতকাল সকাল থেকে জেলা
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সাদেকুর রহমানের
নেতৃত্বে একটি বিশেষ দল পাহাড়ে বসবাসকারীদের বাড়িতে বাড়িতে গিয়ে এ
নির্দেশনা প্রদান করছেন। নির্দেশ অমান্যকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণের কথাও বলেছেন এ দুই কর্মকর্তা।
জেলা
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ পাহাড়ে এবং তার
আশ-পাশে লোকজনকে সরে যেতে বাড়িতে বাড়িতে গিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে
প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য এ প্রচারাভিযান। জেলা প্রশাসনের আশ্রয়
কেন্দ্রে অথবা নিকটজনদের বাড়িতে তাদের যেতে বলা হচ্ছে। নির্বাহী
ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান জানান, প্রাথমিকভাবে সময়সীমা দিয়ে এদের সরে
যেতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র
জানিয়েছে, গত শনিবার রাত থেকে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া
অফিসের তথ্য মতে রবিবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১৩১
মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রয়েছে ৩ নং সতর্ক সংকেতও। ভারী
বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক বার্তা প্রচার করেছে জিওলজিক্যাল
সার্ভে অব বাংলাদেশ। সতর্ক বার্তায় বলা হয়েছে, কক্সবাজার, টেকনাফ ও
চট্টগ্রামে যেকোনো সময় ভারী বর্ষণের কারণে ভূমিধস হতে পারে।