সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল-ফয়সালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৭৫ বছর বয়সে যুবরাজ সৌদ আল-ফয়সাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন। দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড ছিল জনপ্রিয় এ রাজনীতিকের। ১৯৭৫ সালে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এ বছরের ২৯ এপ্রিল স্বাস্থ্য-সমস্যার কারণে অবসর নেন তিনি।
এক শোক বার্তায় মাহমুদ আলী বলেন, সৌদ আল ফয়সালের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি। বিশ্ব মুসলিম উম্মাহ ও রাজ পরিবারের জন্য তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে বাংলাদেশও একজন মহত্ ভাই ও শুভাকাঙ্খীকে হারিয়েছে। তিনি যুরাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।