১৫০০ মিটারে দিবাবার বিশ্বরেকর্ড

S M Ashraful Azom
মেয়েদের ১ হাজার ৫০০ মিটার দৌড়ে প্রায় ২২ বছর ধরে রাখা টিকে থাকা বিশ্বরেকর্ড ভেঙেছেন ইথিওপিয়ার জেনজেবে দিবাবা। শুক্রবার রাতে মোনাকো ডায়মন্ড লিগে ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডে দৌড় শেষ করেন ২৪ বছর বয়সী দিবাবা বেইজিংয়ে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে আগের রেকর্ডটি গড়েছিলেন চীনের কু ইয়ুনশিয়া। দিবাবা তিনটি অলিম্পিক স্বর্ণজয়ী ও ৫ হাজার মিটারে বিশ্বরেকর্ডের মালিক তিরুনেশ দিবাবার ছোট বোন। ছেলেদের ১ হাজার ৫০০ মিটারে সেরা হয়েছেন কেনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন আসবেল কিপরপ। ৩ মিনিট ২৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে ইতিহাসের তৃতীয় দ্রুততম সময়ে দৌড় শেষ করেছেন তিনি। সতীর্থ টাইসন গেকে পেছনে ফেলে ছেলেদের ১০০ মিটারে ৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top