রূপচর্চার জন্য ঢাকার পুরুষরা পার্লারে ছুটছেন

S M Ashraful Azom
রূপচর্চা শব্দটি শুনলেই অনেকে মনে করেন বিষয়টা শুধু মেয়েদেরই ব্যাপার। কিন্তু ইদানিং রূপ সচেতন হয়েছেন পুরুষরাও। ত্বকের যত্নে ফেসিয়াল করছেন, চলছে ভ্রু তোলা, রং ফর্সা করার চেষ্টা আর পছন্দের স্পোর্টস স্টার বা মিউজিশিয়ানের আদলে হেয়ার কাট। এসব সেবা দিতে ইদানিং ঢাকায় গড়ে উঠছে শুধু পুরুষদের জন্য বিউটি পার্লার, শুধু পুরুষদের বিউটিশিয়ান ও হেয়ার স্টাইলিস্ট। সৌন্দর্য নিয়ে আজকের দিনের পুরুষদের কেন এই নতুন রূপ? ধানমন্ডির একটি পার্লারে ত্বকের যত্নে ফেসিয়ালের জন্য যাওয়া জাহির হোসেন মিলন বিবিসি বাংলাকে বলেন, রুক্ষ, মাচো ইমেজকে তোয়াক্কা না করে ত্বকের যত্ন আর সৌন্দর্য ধারণাটিকে সহজভাবে নিচ্ছেন তিনি। কি কি সেবা নিয়ে তার একটা ফিরিস্তি দিয়ে বলছিলেন, নিজেকে দেখতে ভাল লাগুক সেটি শুনলে ভালোই লাগে। মোহাম্মদ আব্দুল হাসিব নামের একজন বলেছেন, পার্লারে যত্নের পর খুব সতেজ লাগে বলেই ইদানিং বেশি আসছেন। তবে মি: হাসিব বলছেন আজকাল পুরুষদের জন্য কর্পোরেট দুনিয়াতে তৈরি হয়েছে ব্যাপক প্রতিযোগিতা। তাতে এগিয়ে থাকতে ফিটফাট থাকাটা ইদানিং অনেকটাই জরুরী। সেই সাথে স্ত্রীর আগ্রহেও পার্লারে যান এই ভদ্রলোক। স্ত্রীর আগ্রহে বা গার্লফ্রেন্ডের চাপেই হোক, রূপচর্চা নিয়ে মত বদলেছেন ঢাকার অনেক পুরুষ। আর এমন পুরুষদের জন্য ঢাকায় গড়ে উঠেছে অসংখ্য বিউটি এন্ড হেয়ার স্যালন। পুরুষদের এসব পার্লারে পাওয়া যায় চুল, মুখের ত্বক, হাত পা সহ পুরো শরীরে জন্য বিস্তর সব সেবা। বনানীতে পুরুষদের একটি স্পা ও স্যালনের বিউটিশিয়ান ও হেয়ার স্টাইলিস্ট সাগর রায় বলেছেন, “শুধু ফেসিয়ালের জন্য খরচের শুরু দেড় হাজার থেকে ১০ হাজারও হতে পারে। দাম নির্ভর করছে আপনি কি সেবা নেবেন তার উপর।” পুরুষদের সেবা দিতে কাজ করছেন পুরুষ কর্মীরাই। তৈরি হচ্ছে ভিন্ন ধরনের পেশা। ধানমন্ডির পার্লারের বিউটিশিয়ান ও হেয়ার স্টাইলিস্ট বাবুল চন্দ্র শীল বলেছেন, পাড়ার দোকানে বাবার সাথে চুল কেটে কাজের শুরু। তবে বাবার সেই দিনের সাথে এখনকার এই পেশার ঢের তফাৎ। এখন এক একটি রেজার ও ব্লেড একবারই ব্যবহার হয়। বাবাদের যুগে দাড়ি শেভ করা, মাসে একবার চুলের ছাট, বড়জোর ঘাড় দলাইমলাই ছিল পুরুষদের রূপচর্চার অনুষঙ্গ। পাড়ার দোকানে যারা সেই সেবাটুকু দিতেন তাদের আমরা নাপিত নামে চিনি। মিরপুরে সেরকম একজন দিলিপ চন্দ্র বলেছেন, পুরুষদের সৌন্দর্যের ধারণা পাল্টানোর সাথে সাথে তারাও এখন শিখছেন নতুন স্টাইল। পাড়ার নাপিতের দোকানেও এখন মেলে ফেসিয়ালের সুবিধা। পাড়ার দোকানই হোক অথবা দামি বিউটি পার্লার পুরুষদের কাজ নয় বলে মনে করা হতো এমন অনেক কিছুই এখন তারা করছেন। ভ্রু তুলছেন, রং ফর্সা করা ক্রিম ব্যবহার করছেন। সৌন্দর্য নিয়ে আজকের দিনের পুরুষদের কেন এই মন পরিবর্তন।আর সেটি ঠিক কিভাবে এলো? বিউটি এক্সপার্ট কানিজ আলমাস বলেছেন, পুরুষদের জন্য এসব সেবা চালু হওয়াটাই ছিল একটা বড় কারণ। মানসিকতার পরিবর্তনের কথাও বলেছেন তিনি। তবে এখনকার দিনের তরুণদের বিশ্বের সাথে যোগাযোগ বাড়ছে বলে দেখে শেখাটাও রয়েছে। পছন্দের ফিল্ম স্টার বা খেলোয়াড়ের মতো হতে চান অনেকেই। ভ্রু তুলে বা হেয়ার কাট বদলে পছন্দের স্পোর্টস স্টার বা মিউজিশিয়ানের মতো হতে পারছেন না হয়ত সবাই, তবে শুধু নারীরাই পার্লারে যাবেন ঢাকাই সংস্কৃতিতে এই ধারণার খানিকটা পরিবর্তন হয়েছে তা হয়ত বলা যায় 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top