শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর জুতার ভেতর থেকে দুটি স্বর্ণেরবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ার লাইন্সের যাত্রী মোহাম্মদ হাসানের কাছ থেকে ২২০ গ্রাম ওজনের স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়। এর বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন হাসান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার শরীর তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা প্রায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ার লাইন্সের যাত্রী মোহাম্মদ হাসানের কাছ থেকে ২২০ গ্রাম ওজনের স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়। এর বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন হাসান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার শরীর তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা প্রায়।