জালনোট শনাক্তে ২০০ মেশিন বিতরণ করল এফবিসিসিআই

S M Ashraful Azom
আসন্ন ঈদ সামনে রেখে জাল নোটের বিস্তার ঠেকাতে ব্যবসায়ীদের মাঝে ২শ’ জালনোট শনাক্তকারী মেশিন বিতরণ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় মঙ্গলবার দুপুরে এফবিসিসিআই ভবনে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হয় এসব মেশিন।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘সরকার প্রতি বছরই জালনোট শনাক্ত করার জন্য নানা উদ্যোগ নেন। কিন্তু জালনোটের সাথে জড়িত চক্রটি খুব শক্তিশালী হওয়ায় সরকার এর প্রভাব কমাতে পারছে না। তা এই মেশিনগুলো মার্কেটের ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে। যাতে প্রয়োজনে যে কোনো সময় তারা সন্দেহজনক টাকা পরীক্ষা করতে পারেন।’


এফবিসিসিআইয়ের সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘এসব মেশিনের দাম দেড় হাজার থেকে দুই হাজার টাকা। ব্যবসায়ীরা নিজেরাই এ মেশিনটি কিনতে পারেন।’

ব্যবসায়ীদের হাতে জালনোট ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top