দীর্ঘ
প্রতীক্ষার পর মাইক্রোসফট অবশেষে অবমুক্ত করেছে তাদের জনপ্রিয় উইন্ডোজ
অপারেটিং সিস্টেমের (ওএস) সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০। শুধু তাই নয়, এটিই
উইন্ডোজের সর্বশেষ সংস্করণ হয়ে থাকবে। পরবর্তী সময়ে কেবল আপডেট করা হবে এই
সিস্টেমটি। ক্রস প্ল্যাটফর্ম ওএস হিসেবে একে পিসি ছাড়াও মোবাইল, ট্যাবলেট
পিসি, গেম কনসোলের মতো সব ডিভাইসেই ব্যবহার করা যাবে বলে জানিয়েছে
মাইক্রোসফট।
নতুন
ওয়েব ব্রাউজার এজ, ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কর্টানা, স্টার্ট মেন্যুর
ফিরে আসা, সব ডিভাইসের জন্য একক অ্যাপ স্টোর প্রভৃতি ফিচার নিয়ে আসা
উইন্ডোজ ১০ ফ্রি আপগ্রেড হিসেবে ইনস্টল করা যাবে উইন্ডোজ ৮.১, উইন্ডোজ ৮
এবং উইন্ডোজ ৭ চালিত পিসিতে।