রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

S M Ashraful Azom

logo

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

০১ জুলাই,২০১৫
<a href='http://allbdlink.com/ads/www/delivery/ck.php?n=a89efda7&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://allbdlink.com/ads/www/delivery/avw.php?zoneid=4&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a89efda7' border='0' alt='' /></a>

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব বিরোধের জেরে আকবর হোসেন (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে খালপাড় বিসমিল্লাহ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আকবরের বন্ধু হৃদয় ও রমজান জানান, আকবর সুতি খালপাড়ের বৌবাজারের মো. রাব্বির ভাড়াটিয়া। সে একজন বাথরুম ফিটিংয়ের শ্রমিক।


তারা জানান, এলাকায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে পূর্ব বিরোধের জের সিনিয়র ইমরানসহ কয়েকজন আকবরকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৯টার দিকে ‍মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে। হাসপাতালে আসা ওই দুই যুবককেও আটক করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top