ক্রাচে চলছেন কোচ!

S M Ashraful Azom
উইকেটের কাভার তখন মাত্র তোলা হয়েছে। দু দলের কয়েক জন করে খেলোয়াড় যার যার ড্রেসিংরুমের সামনে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছেন। তখনই বাংলাদেশের ড্রেসিংরুম থেকে ক্রাচে ভর দিয়ে কেউ একজন বের হয়ে এলেন। প্রথমটা শিউরে উঠতে হল, খেলোয়াড়দের কারো অশুভ খবর নয় তো!
একটু ভালো করে তাকাতে বোঝা গেলো খেলোয়াড় নন; তিনি কোচ। হ্যাঁ, ক্রাচে ভর দিয়ে হাঁটছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে। একটা ক্রাচে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে উইকেটে গেলেন। উইকেটে একটু হাত বুলিয়ে দেখে আবার ড্রেসিংরুমে ফিরেও এলেন। কিন্তু কোচের কী এমন ইনজুরি হল?
জিজ্ঞেস করার আগেই দলের ম্যানেজার, সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন হাসলেন, ‘কোচকে খুড়িয়ে হাটতে দেখে ফোন করেছেন?’ ইতিবাচক উত্তর পেয়ে জানালেন, বিশেষ দুশ্চিন্তার কিছু নেই। এটা কোচ হাতুরুসিংহের পুরনো একটা ব্যথা। ঠিক কোন সময়ে ব্যথাটা পেয়েছিলেন, তা বলতে পারেননি সুজন। তবে এটুকু জানেন যে, এই ব্যথাটা নিয়েই এখন চলতে হয় কোচকে।
সুজন বলছিলেন, ‘ওর পায়ের পেছন দিকে একটা ব্যথা আছে। পুরনো ব্যথা। এটা মাঝে মাঝে ফিরে আসে। এখন আবার ফিরে এসেছে। বড় কিছু না।’ কোচের পায়ের ব্যথাটা হয়তো বেশী কিছু নয়; এটা অল্পেই সেরে যাবে। কিন্তু যে ব্যাটিং প্রদর্শনী ড্রেসিংরুমে বসে দেখলেন, সেটা কি অল্পে সারার ব্যাপার!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top