সিরিয়ায় যুদ্ধ থেকে বাঁচতে বিদেশে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। খবর বিবিসির।
তুরস্কে পালানো সিরীয়র সংখ্যা ১০ মাসে ১০ লাখ বেড়েছে। আর ২০১১ সালে সিরিয়ায় সরকার-বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশটির ভেতরেই উদ্বাস্তু হয়েছে ৭০ লাখের বেশি মানুষ।
সিরিয়ার সহিংস পরিস্থিতি থেকে পালিয়ে দেশটির অধিকাংশ নাগরিক আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ তুরস্ক ছাড়াও জর্ডান ও লেবাননে।
জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান এন্টনিও গুটারেসের মতে—গত কয়েক দশকে এটিই সবচেয়ে বড় শরণার্থী সংকট।
গত ৪ বছরে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ সিরিয়া যুদ্ধে নিহত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বলেছেন—তুরস্কেই সিরীয় শরণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। সীমান্তে সংঘাত বাড়তে থাকায় নতুন করে আরো শরণার্থীর ঢল সামলানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি।
জর্ডানে আশ্রয় নিয়েছে আরো ১২ লাখ সিরীয় এবং লেবাননে এ সংখ্যা ৬ লাখ ২৯ হাজার। এ বছরের প্রথমার্ধে ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসীদের এক তৃতীয়াংশই সিরীয়। ইউরোপে আশ্রয় নিয়েছে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার সিরীয় শরণার্থী।