ঈদের আনন্দ সবচেয়ে বেশি চোখে পড়ে শিশুদের মাধ্যমে। শুধু ঈদের দিনই নয়
ঈদের কেনাকাটার সময়ও তাদের উচ্ছ্বাস যেন চোখে পড়ার মত। আসন্ন ঈদ উপলক্ষে
প্রত্যেক শপিং মলেই শিশুদের জন্য ভিন্ন রকমের আয়োজন রয়েছে।
পাওয়া যাচ্ছে টপস, ফ্রগ, শার্ট, জিন্স সহ বিভিন্ন ধরনের জুতা। শিশুদের শার্ট পাওয়া যাচ্ছে ৫০০ টাকা থেকে ২০০০ টাকায়। শার্টের সঙ্গে মিলিয়ে ফুল এবং হাফ দু’ধরনের প্যান্ট পাওয়া যাবে। হাফ প্যান্ট পাওয়া যাবে ৩৫০ থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে আর ফুল প্যান্ট মিলবে ৫০০ থেকে ১৫০০ টাকায়। অধিকাংশ প্যান্টের সঙ্গে ফ্রি হিসেবে দেওয়া হচ্ছে বেল্ট।
গতবারের পাখি ফ্রগের চলন এবারে না থাকলেও কিরণমালা নামক পোশাকের কদর বেশ দেখা গেছে। কিরণমালার দাম শুরু ৫০০০ টাকা থেকে। বরাবরের মত স্কাটের বিক্রি থেমে নেই এবারো। স্কাট মিলবে ২০০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকার মধ্যে। বাচ্চাদের বিভিন্ন রঙ আর ডিজাইনের টি-শার্ট পাওয়া যাচ্ছে ৩০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে।
বাচ্চদের জুতায় এবারে নতুন কিছু না আসলেও এর বিক্রি চলছে দেদারছে। বাটা, অ্যাপেক্সের শোরুম সহ শপিং মলের বিভিন্ন শোরুমে মিলছে বাচ্চাদের জুতা। চামড়ার জুতার কেনাকাটা এবার একটু বেশিই চলছে। এগুলো পাওয়া যাবে ৪৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে। পাশাপাশি কেডস জুতার দাম পড়বে ৮০০ টাকা থেকে ৩০০০ টাকা।
পাওয়া যাচ্ছে টপস, ফ্রগ, শার্ট, জিন্স সহ বিভিন্ন ধরনের জুতা। শিশুদের শার্ট পাওয়া যাচ্ছে ৫০০ টাকা থেকে ২০০০ টাকায়। শার্টের সঙ্গে মিলিয়ে ফুল এবং হাফ দু’ধরনের প্যান্ট পাওয়া যাবে। হাফ প্যান্ট পাওয়া যাবে ৩৫০ থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে আর ফুল প্যান্ট মিলবে ৫০০ থেকে ১৫০০ টাকায়। অধিকাংশ প্যান্টের সঙ্গে ফ্রি হিসেবে দেওয়া হচ্ছে বেল্ট।
গতবারের পাখি ফ্রগের চলন এবারে না থাকলেও কিরণমালা নামক পোশাকের কদর বেশ দেখা গেছে। কিরণমালার দাম শুরু ৫০০০ টাকা থেকে। বরাবরের মত স্কাটের বিক্রি থেমে নেই এবারো। স্কাট মিলবে ২০০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকার মধ্যে। বাচ্চাদের বিভিন্ন রঙ আর ডিজাইনের টি-শার্ট পাওয়া যাচ্ছে ৩০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে।
বাচ্চদের জুতায় এবারে নতুন কিছু না আসলেও এর বিক্রি চলছে দেদারছে। বাটা, অ্যাপেক্সের শোরুম সহ শপিং মলের বিভিন্ন শোরুমে মিলছে বাচ্চাদের জুতা। চামড়ার জুতার কেনাকাটা এবার একটু বেশিই চলছে। এগুলো পাওয়া যাবে ৪৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে। পাশাপাশি কেডস জুতার দাম পড়বে ৮০০ টাকা থেকে ৩০০০ টাকা।