২৯ জুলাই ভারতেও অবমুক্ত হবে উইন্ডোজ ১০

S M Ashraful Azom
এ মাসের ২৯ তারিখ বহুল প্রত্যাশিত উইন্ডোজ ১০ বাজারে আসছে। ১৩ টি দেশে একযোগে বাজারে আসবে উইন্ডোজ ১০। ১৩ টি দেশের মধ্যে আছে ভারতও। ভারতের নয়া দিল্লিতে ঐ দিন মাইক্রোসফট ঘটা করে উইন্ডোজ ১০ অবমুক্ত করবে।
সম্প্রতি মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, মাইক্রোসফট উইন্ডোজের ৫ মিলিয়ন ইনসাইডারদের নিয়ে উদ্বোধনী দিনটি উদযাপন করা হবে। ১৩ টি দেশের মধ্যে আছে সিডনি, টোকিও, সিংগাপুর, বেইজিং, নিউ দিল্লি, ডুবাই, নাইরোবি, বার্লিন, জোহান্সবার্গ, মাদ্রিদ,লন্ডন, সাও পালো, এবং নিউ ইয়র্কে মাইক্রোসফট ১০ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, শুরুতে ১৯০ টি দেশে উইন্ডোজ ১০ অবমুক্ত করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top