বাজেটে বোতলজাত পানির উৎসে কর বাড়ানো
হয়েছে। সেই সঙ্গে বেড়েছে কোমল পানীয়র উেস করও। গত অর্থবছরে এটি ৩ শতাংশ
থাকলেও এবারের বাজেটে ১ শতাংশ বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে। কোমল পানীয় ও
বোতলজাত খাবার পানি উত্পাদন পর্যায়ে ব্যান্ডরোল হস্তান্তরকালে মূল্য সংযোজন
করের (ভ্যাট) ভিত্তিমূল্যের উপর এ কর দিতে হবে।
ইতিমধ্যে
গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের এটি জানিয়ে
দিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আয়কর নীতির প্রথম সচিব জি এম আবুল
কালাম কায়কোবাদ স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, কোমল পানীয় এবং বোতলজাত
খাবার পানি প্রস্তুতকারীর কাছে ব্যান্ডরোল অথবা স্ট্যাম্প সরবরাহকালে মূল্য
সংযোজন করের উদ্দেশ্যে নির্ধারিত মূল্যের উপর ৪ শতাংশ হারে উৎসে আয়কর
প্রযোজ্য হবে।