ছোটপর্দার
নির্ভরযোগ্য অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ধারাবাহিক নাটকে খুব একটা দেখা না
গেলেও একক নাটকগুলোতে নিয়মিত তিনি। পাশাপাশি ব্যস্ত আছেন বিজ্ঞাপন নিয়ে।
এবার ঈদ উপলক্ষেও একাধিক নাটক ও টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছেন তিনি।
ঈদে
রুমান রুনির নির্দেশনায় ‘মন পুতুলের গল্প’, ‘যন্ত্র না যন্ত্রণা’ ও ‘টি বয়
টি’ নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকগুলো বিভিন্ন বেসরকারি চ্যানেলে
প্রচার হবে।
অভিনয়
করেছেন জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ও জাহিদ হাসানের নির্দেশনায়
‘ডিস্টার্ব’ নাটকে। আর মনসুর রহমান চঞ্চলের রচনায় ও সরদার রোকনের
নির্দেশনায় অভিনয় করেছেন ‘বৈরী হাওয়া’ নাটকে। দুটি নাটকে তার বিপরীতে অভিনয়
করেছেন জাহিদ হাসান ও সজল। এছাড়াও আরও কয়েকটি নাটকে এবার ঈদে মেহজাবিনকে
দেখা যাবে। তার সমসাময়িক অনেকেই এখন ঝুঁকছেন বড়পর্দার দিকে। ঈদেও ছবি
মুক্তির শিরোনামে আসছেন তার সমসাময়িক অনেকে। মেহজাবিনকে কবে দেখা যাবে ঈদের
চলচ্চিত্রে? এমন প্রশ্নের উত্তরে মেহজাবিন বলেন, ‘ছোটপর্দাতেই নির্ভরযোগ্য
হতে চাই। আমার কোনো তাড়াহুড়ো নেই। নিজেকে আরও একটু গুছিয়ে নিতে চাই।
প্রত্যেক অভিনেতাই বড়পর্দায় কাজ করার স্বপ্ন দেখে। আমারও আছে। কিন্তু আমি
যে ধরনের ছবিতে কাজ করতে চাই তেমন কোনো প্রস্তাব আসছে না। যদি আসে তবে হয়তো
বা করতেও পারি।’