২০১৩-১৪ অর্থবছরে জাতীয় পর্যায়ে ৯ ও জেলা পর্যায়ে ১১০ ব্যক্তি-প্রতিষ্ঠানে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্বা বোর্ড (এনবিআর)। সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাবে তাদেরকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মূসক দিবসের আলোচনায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় পর্যায়ে মূসক সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— উত্পাদনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড, সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও হবিগঞ্জের রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট। সেবায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যারহাউজ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ব্যবসায় গাজীপুরের গ্যালারি এপেক্স, রাজধানীর লালমাটিয়ার আড়ং ও বসুন্ধরা সিটির মোস্তফা মার্ট। এর বাইরে জেলা পর্যায়ে পর্যায়ের মূসক সম্মাননা পান ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
সম্প্রতি এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করে এনবিআর। সেখানে বলা হয়, ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ বিধান অনুযায়ী উত্পাদন, সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে এ সম্মাননা দেয়া হচ্ছে।