তারা বোকা বাক্সেই...

S M Ashraful Azom
দর্শকরা হয়তো প্রত্যাশা করে ফেরদৌস-মৌসুমী জুটির অনবদ্য অভিনয় মেশানো কোনো নতুন চলচ্চিত্র। অথবা জয়া আহসানের মনকাড়া অসাধারণ অভিনয় দ্যুতি ছড়ানো কোনো বিশেষ নাটক। কিন্তু তারা এসব থেকে দূরে! ফেরদৌস তার অন্য ব্যবসায়িক ব্যস্ততায় রয়েছেন নিজের ক্যারিয়ারের এই সময়ে। এরপরও এই তারকা দুই বাংলার একসময়ের দাপুটে অভিনেতা। অন্যদিকে জয়া কলকাতায় মা’কে নিয়ে প্রায় স্থায়ী নিবাস গড়েছেন। তাই এবারের ঈদ এক্সক্লুসিভ হিসেবে তারা থাকছেন ভিন্ন ভূমিকায়। বিশেষ পারফর্মেন্স করবেন বিটিভির ঈদ আনন্দমেলায় তারা দু’জন। এর বাইরে অবশ্য দু’জনই একাধিক টিভি অনুষ্ঠানে হাজির হচ্ছেন বিভিন্নভাবে। শুধু অভিনয়টা থাকছে না! যেমন একটি স্যাটেলাইট চ্যানেলে শাকিবের সাথে টকশোতে বসেছেন জয়া। আরও কিছু ঈদ অনুষ্ঠানও করছেন। অন্যদিকে মাছারাঙা টিভিতে একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেই দেখা যাবে তাকে। তাই পুরো ঈদ জুড়ে বড়পর্দায় অভিনয় নয়, অন্য ভূমিকাতে ছোটপর্দাতেই দেখা যাবে এই দুই গুণী শিল্পীকে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top