পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণফোন ও স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২০১৫ সালের ৩০ জুনের (ছয় মাস) হিসাবে মধ্যবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৭৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৪৯ টাকা। ঘোষিত লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৯ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৩০ শতাংশ এবং ১২.৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। শেষ হওয়া ৩১ মার্চ ২০১৫ অর্থবছরের জন্য কোম্পানিটি এ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৮০ টাকা। ঘোষিত লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার অনুমোদনের জন্য ১৬ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৯ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।