অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার
দাবি থেকে বিএনপি সরে এসেছে কিনা দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তা আবারো
স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন,
বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, নির্দলীয় কিংবা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট করতে হবে। কারণ এ প্রসঙ্গে সম্প্রতি তার বক্তব্য স্পষ্ট নয়।
সুরঞ্জিত বলেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি মিমাংসিত। তাই তিনি (খালেদা জিয়া) যদি তত্ত্বাবধায়ক দাবি থেকে সরে আসেন তাহলে প্রমাণিত হবে তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী মেনে নিয়েছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, বিএনপিকে পশ্চাৎপদ রাজনীতির মাশুল দিতে হবে। দলটিকে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বে এখন গণতান্ত্রিক ধারা ছাড়া অন্য কোন পদ্ধতি নেই। ক্ষমতা হস্তান্তর হবে নির্বাচনের মাধ্যেমেই, অন্য কোন পদ্ধতিতে নয়।
ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ ও গণতান্ত্রিক উল্লেখ করে সব ছাত্র সংগঠনকে এ পথ অনুসরনের পরামর্শ দেন তিনি।
নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, নির্দলীয় কিংবা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট করতে হবে। কারণ এ প্রসঙ্গে সম্প্রতি তার বক্তব্য স্পষ্ট নয়।
সুরঞ্জিত বলেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি মিমাংসিত। তাই তিনি (খালেদা জিয়া) যদি তত্ত্বাবধায়ক দাবি থেকে সরে আসেন তাহলে প্রমাণিত হবে তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী মেনে নিয়েছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, বিএনপিকে পশ্চাৎপদ রাজনীতির মাশুল দিতে হবে। দলটিকে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বে এখন গণতান্ত্রিক ধারা ছাড়া অন্য কোন পদ্ধতি নেই। ক্ষমতা হস্তান্তর হবে নির্বাচনের মাধ্যেমেই, অন্য কোন পদ্ধতিতে নয়।
ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ ও গণতান্ত্রিক উল্লেখ করে সব ছাত্র সংগঠনকে এ পথ অনুসরনের পরামর্শ দেন তিনি।
নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।