প্রস্তুতি ম্যাচে মুখোমুখি চেলসি-বার্সা

S M Ashraful Azom
সুদূর যুক্তরাষ্ট্রে গিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ শিরোপা জয়ের লড়াইয়ে মঙ্গলবার পরস্পরের মুখোমুখি হচ্ছে ইউরোপীয় চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসি। মৌসুম পূর্ব এই প্রীতি টুর্নামেন্টটির ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে।

চেলসি কোচ হোসে মরিনহো মনে করেন এই ম্যাচে জয়ের চেয়ে তার কাছে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের মেধা যাচাই করা এবং টিম কম্বিনেশন পরখ করে দেখা। মৌসুম পূর্ব এই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টে বিশ্ব সেরা ক্লাবগুলো অংশ নেয়ায় প্রতিটি ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক উত্সাহ উদ্দীপনা। তাই প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামগুলোতে নামছে দর্শকদের ঢল।

মরিনহো বলেন, ‘এটি এমন একটি ম্যাচ যেটির ফলাফল নিয়ে আপনার মধ্যে কোন প্রকার ভয় বা শঙ্কা কাজ করবেনা। আপনি চান অনুশীলন। এই ম্যাচের জন্য একাদশ গঠনে আপনি পরিবর্তন আনতে পারবেন। কিন্তু দর্শকরা এখানে দারুণ এক পরিবেশ এনে দিচ্ছে।’
মৌসুম পূর্ব প্রশিক্ষণের জন্য শীর্ষস্থানীয় ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতার এই আয়োজনটি বেশ পছন্দ হয়েছে বার্সেলোনা কোচ লুইস এনরিকেরও। তার দলটি ইউরোপের ইতিহাসে প্রথম কোন ক্লাব যারা দুইবার মৌসুমে ট্রেবল শিরোপা জয় করেছে। ছয় বছর আগে চ্যাম্পিয়ন্স লীগ, লা লীগা ও কোপা দেল রে’র শিরোপা জিতে নেয়ার পর প্রথম ক্লাব হিসেবে এই সাফল্যের পুনরাবৃত্তি করে কাতালানরা।
এনরিকে বলেন, ‘মৌসুম পূর্ব টুর্নামেন্টের এই ঢেউ থেকে আমরা দারুণ উত্সাহ পাচ্ছি। শীর্ষস্থানীয় দল গুলোর বিপক্ষে এই খেলাগুলো খুবই কার্যকর। এটি খুবই চমত্কার ব্যাপার। এ ধরনের ম্যাচে এমন খেলোয়াড়দের উপস্থিতি দেখাতে পারাটা গুরুত্বপূর্ণ। এখানে তারা নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন।’
মৌসুম পূর্ব এই সেশনে উভয় ক্লাবই ট্রফি জয়ের বিষয়ে কিছুটা ধীরস্থির। যেমন চেলসি তাদের প্রথম ম্যাচেই নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-২ গোলে হার মানে। পরের ম্যাচে প্যারিস সেন্ট জার্মেনেইর সঙ্গে মুল পর্বের লড়াইয়ে ১-১ গোলে ড্র করার পর ট্রাইব্রেকারে ৬-৫ গোলে জয় লাভ করে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। 
এদিকে বার্সেলোনা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, পরের ম্যাচেই খেয়েছে হোঁচট। লস এঞ্জেলস গ্যালাকে প্রথম ম্যাচে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে পরাজিত হয় লিওনেল মেসির দল। যদিও জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় অংশ গ্রহণের কারণে এসময় বার্সা দলে ছিলেন না আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও ব্রাজিলীয় তারকা নেইমার। 
চেলসিরও নিয়মিত শক্তিতে রয়েছে ঘাটতি। কলম্বিয়ান স্ট্রাইকার রাদেমেল ফ্যালকাওকে ছাড়াই ম্যাচ খেলছে তারা। পিএসজির বিপক্ষে ম্যাচে হুয়ান কোয়াড্রাডো ও উইলিয়ানকেও তারা খেলিয়েছে মাত্র ২০ মিনিট করে। মরিনহো বলেন,‘ তারা খুব বেশী একটা ক্লান্ত ছিলনা। ফ্যালকাও, উইলিয়ান ও কোয়াড্রাডোর মধ্যে তীক্ষ্ণতা ছিল। তবে কিছুটা ক্লান্তিতো ছিলই। তবে মাত্র ২০ মিনিটের জন্য খেলা তাদের জন্য ভাল হয়েছে।’ -বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top