অ্যাংরি বার্ডসের নতুন ভার্সন নিয়ে এসেছে
নির্মাতা প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্ট। 'অ্যাংরি বার্ডস ২' নামে নতুন
এই গেমটিতে নতুন স্বাদ পাবেন গেমাররা। অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য তৈরি
গেমটি অ্যাপস স্টোরে পাওয়া যাচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি
বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
এতে বলা হয়েছে, এবারই সংখ্যায় নতুন ভার্সন এনেছে রোভিও এন্টারটেইনমেন্ট। 'অ্যাংরি বার্ডস ২' নামের স্মার্টফোনের এই জনপ্রিয় গেমটি এরইমধ্যে কয়েক কোটি ডাউনলোড হয়েছে।
উল্লেখ্য, অ্যাংরি বার্ডস গেমের আগের ভার্সনগুলোর মধ্যে রয়েছে অ্যাংরি বার্ডস স্পেস, অ্যাংরি বার্ডস রিও, অ্যাংরি বার্ডস ফ্রেন্ডস, অ্যাংরি বার্ডস সিজন্স, অ্যাংরি বার্ডস স্টার ওয়ারস, অ্যাংরি বার্ডস গো, অ্যাংরি বার্ডস ট্রান্সফর্মাস, অ্যাংরি বার্ডস ফ্লাইট, অ্যাংরি বার্ডস স্টেল্লা।
এতে বলা হয়েছে, এবারই সংখ্যায় নতুন ভার্সন এনেছে রোভিও এন্টারটেইনমেন্ট। 'অ্যাংরি বার্ডস ২' নামের স্মার্টফোনের এই জনপ্রিয় গেমটি এরইমধ্যে কয়েক কোটি ডাউনলোড হয়েছে।
উল্লেখ্য, অ্যাংরি বার্ডস গেমের আগের ভার্সনগুলোর মধ্যে রয়েছে অ্যাংরি বার্ডস স্পেস, অ্যাংরি বার্ডস রিও, অ্যাংরি বার্ডস ফ্রেন্ডস, অ্যাংরি বার্ডস সিজন্স, অ্যাংরি বার্ডস স্টার ওয়ারস, অ্যাংরি বার্ডস গো, অ্যাংরি বার্ডস ট্রান্সফর্মাস, অ্যাংরি বার্ডস ফ্লাইট, অ্যাংরি বার্ডস স্টেল্লা।