নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে প্রথম শ্রেণীতে পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে।
এদের
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকালে স্কুল থেকে আসার পর
আসাদুল হকের মেয়ে আজমিরা আক্তার (৭) ও একই পাড়ার মোশারফ হোসেনের মেয়ে
মোকলেমা (৭) বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় খেলার
ছলে পুকুরের গভীর পানিতে গেলে দুজনই তলিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।