এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩৫
মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অনুমতি প্রার্থনা’। টেলিফিল্মটিতে
অভিনয় করেছেন শমী কায়সার, মাহফুজ আহমেদ, আনিসুর রহমান মিলন, মিথিলা প্রমুখ।
নীলগিরির রাস্তায় পাহাড় ধসে পড়েছে। সব রাস্তা বন্ধ। ফিরে যাবারও কোনো উপায়
নেই। অগ্যতা অতনু নীলগিরিতেই যাবার সিদ্ধান্ত নেয়।
অনেক কষ্টে নীলগিরি পৌঁছে সে জানতে পারে সেখানে থাকার মতো কোনো কটেজ খালি নেই। বিপদে পড়ে যায় অতনু। হঠাত্ করেই রাস্তায় দেখা হয়ে যায় রিয়ার সাথে। এখানে এই নির্জন পরিবেশে দেখা হয়ে যাওয়ায় দু’জনই খুব অবাক হয়। কারণ, আজ থেকে পাঁচ বছর আগে অতনু আর রিয়ার ডিভোর্স হয়। এরপর এতগুলো দিন চলে গেল।
অনেক কষ্টে নীলগিরি পৌঁছে সে জানতে পারে সেখানে থাকার মতো কোনো কটেজ খালি নেই। বিপদে পড়ে যায় অতনু। হঠাত্ করেই রাস্তায় দেখা হয়ে যায় রিয়ার সাথে। এখানে এই নির্জন পরিবেশে দেখা হয়ে যাওয়ায় দু’জনই খুব অবাক হয়। কারণ, আজ থেকে পাঁচ বছর আগে অতনু আর রিয়ার ডিভোর্স হয়। এরপর এতগুলো দিন চলে গেল।