এবার সড়ক-মহাসড়কের অবস্থা অনেক ভালো: ওবায়দুল কাদের

S M Ashraful Azom
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্যান্যবারের তুলনায় এবার সড়ক-মহাসড়কের অবস্থা ভাল হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের কোন দূর্ভোগ হবে না।
 
দুপুরে সাভারের বিরুলিয়া সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, ঈদে মহাসড়কের কারণে যাত্রীদের কোন দূর্ভোগ পোহাতে হবে না। তবে অন্য কোন কারণে যানজট হতে পারে। বৃষ্টির কারণে যেসব স্থানে এখনও খানাখন্দ রয়েছে তা আজকের মধ্যে মেরামত শেষ হবে বলেও তিনি জানান।
 
মন্ত্রী আগামী ১৪ জুলাই বিরুলিয়া সেতুটি উদ্বোধনের ঘোষণা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top