স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ। সংগঠনের সভাপতি আবুল কাশেম আহমেদ স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করার অভিজ্ঞতা ও সুনাম রয়েছে ফরিদপুরের কৃতি সন্তান মোশাররফ হোসেনের। আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হওয়ার পরেই বিশ্বের বিভিন্ন দেশে বৈধভাবে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন তিনি। তার আগে বিদেশে শ্রমিক পাঠানোর নামে চলছিল এক বিশৃখল পরিস্থিতি। গ্রামের বহু মানুষ জমি-বাড়ি, ভিটা বিক্রি করে নিঃস্ব হয়েছেন। মানবপাচারকারীদের কারণে সৃষ্টি হয়েছিল চরম অরাজকতা। এ অবস্থা দূর করতে পৃথিবীর অধিকাংশ দেশ ভ্রমণ করে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির কাজ করেছেন খন্দকার মোশাররফ। এর ফলে রেমিটেন্সের প্রবৃদ্ধি দিন দিন বেড়েই চলছে। নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এই মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। সাবেক প্রকৌশলী হিসেবে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলেও স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ আশা করে। খন্দকার মোশাররফ হোসেনের মতো একজন যোগ্য ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানায় স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ।