সিলেটে নির্যাতন করে শিশু রাজন হত্যার ঘটনায় জড়িত রুহুল আমিন নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত রুহুল আমিন সিলেট সদর উপজেলার টুকেরবাজারের হায়দরপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ খবর নিশ্চিত করেন। ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামি গ্রেফতারকৃত আলী হায়দারের শ্যালক রুহুল আমিন। তার চায়ের দোকানের সামনেই শিশু রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতনের ঘটনায় রুহুল আমিন নিজেও জড়িত ছিলেন বলেও জানান ওসি। গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন।