রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সকাল সাড়ে এগারটায় বিএনপি চেয়ারপারসন বিএনপি নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রমুখ। তবে সেখানে উপস্থিত ছিলেন না দলটির সদ্যকারামুক্ত ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।