রেলের পতিত জমি পরিমান ১৩ হাজার একর

S M Ashraful Azom
রেলওয়ের প্রায় ১৩ হাজার একর জমি অব্যবহূত এবং সাড়ে ৪ হাজার বাড়ি বেদখলে রয়েছে বলে রবিবার সংসদকে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের অব্যবহূত ভূমির পরিমাণ ১২ হাজার ৯৬০ দশমিক ৪১ একর। ওই সকল ভূমিতে কিছু কিছু অবৈধ স্থাপনা/অবকাঠামো/দখলদার রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে রেলওয়ের সমপ্রসারণ ও উন্নয়নে কর্মকাণ্ডে প্রয়োজন হবে না—রেলের এমন অব্যবহূত ভূমিতে পিপিপির আওতায় পাঁচ তারকা হোটেল-কাম বাণিজ্যিক ভবন, মোটেল, মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বহুতল শপিংমল ইত্যাদি নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top