বার্সেলোনার হয়ে
একের পর এক রেকর্ড ভাঙাই তার কাজ। অভিযোগ ছিল জাতীয় দলের হয়ে খেললেই পওয়া
যায় না ভিন গ্রহের মেসিকে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে চার গোল করে গোল্ডেন
বল জিতে প্রমাণ করেছেন জাতীয় দলের হয়েও কতটা অপ্রতিরোধ্য তিনি। কিন্তু চলতি
কোপা আমেরিকায় আবারো সমালোচনাটি ধেয়ে আসছে লিওনেল মেসির দিকে। আসরে গোল
করাই যেন ভুলে গেছেন চার বারের বর্ষসেরা তারকা। সেমিফাইনালের ম্যাচটির আগে
মাত্র এক গোল করেছেন তিনি। তাও আবার পেনাল্টিতে ! এরপর টানা তিন ম্যাচে গোল
করতে পারেননি মেসি। তাই দুয়োতো শুনবেনই আর্জেন্টাইন তারকা। কিন্তু নিজের
এরূপ সমালোচনায় মেসি পাশে পাচ্ছেন সতীর্থ সার্জিও আগুয়েরোকে।
কিন্তু
আগুয়েরো যতই বলুন, দলের এমন গোল খরার জন্য দলের সেরা তারকা মেসির দিকে
সমালোচনার তীর ধাবিত হওয়াই স্বাভাবিক। আর্জেন্টাইন ভক্তরাও চেয়ে আছেন মেসির
দিকে। কখন দলের সেরা তারকা ফিরবেন তার দুর্দান্ত ফর্মে। লিওনেল মেসি নিজেও
বোঝেন সেটি। তাই গোলের জন্য বিলাপ করে মেসি বলেন, ‘একটি গোল করার জন্য যে
পরিশ্রম করতে হচ্ছে তা সত্যিই ভয়ানক।’ ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন মেসির
দীর্ঘশ্বাস আরো দীর্ঘ হয়েছে নাকি দলকে জিতিয়ে নিয়ে গেছেন কোপা আমেরিকার
ফাইনালে।- সুপার স্পোর্টস, গোল ডট কম।
আর্জেন্টিনার
হয়ে আসরে ব্যক্তিগত সর্বোচ্চ দুই গোল করা আগুয়েরো বলেন, ‘মেসি সব সময়ই আরো
ভালো করতে চায়। যখন সে কোন গোল পায় না তখন বলে সে ভাগ্যবান নয়। আসলে
প্রত্যেকেই ভুল করে। কিন্তু মেসি সব সময় ঝুঁকি নিয়ে খেলে এবং এগিয়ে যাচ্ছে।
এটাই আমাদের আত্মবিশ্বাস জোগায়।’
সর্বোচ্চ
ফেবারিটের তকমা নিয়েই কোপা আমেরিকায় আসে টাটা মার্টিনোর আর্জেন্টিনা।
প্রত্যাশা ছিল মেসি-আগুয়েরো-হিগুআইনদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ
গোল বন্যায় ভাসাবে প্রতিপক্ষকে। কিন্তু শুরু থেকেই নিরাশ হতে হয় ভক্তদের।
প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর গ্রুপ পর্বের বাকি ম্যাচ দু’টি
তারা জিতেছে সর্বনিম্ন ব্যাবধানে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে
গোলই করতে পারেনি বিশ্বের সবচেয়ে ভয়ানক আক্রমণভাগ। সেমিফাইনালে আগে চার
ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে মাত্র চারটি ! কিন্তু প্রতিপক্ষের গোলবারের
কাছে গিয়ে ধুঁকতে থাকা দলের দায় কারো একার উপর চাপানোর উচিত নয় বলে মনে
করেন আগুয়েরো। ম্যানচেস্টার সিটি তারকা জানান, ‘লিও সবসময়ই গোল করার জন্য
চাপে থাকে। আমার জন্যও অবস্থাটি এমন। কিন্তু আরো দশজন খেলোয়াড় মাঠে খেলেন।’