সোনালী আঁশ ও ইস্টার্ন কেবলসের দর বাড়ার তথ্য নেই

S M Ashraful Azom
ডিএসই জানিয়েছে—সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে শেয়ারদর বাড়ার ক্ষেত্রে কোনো সংবেদশীল তথ্য নেই সোনালী আঁশ ও ইস্টার্ন কেবলসের। অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
 
বিশ্লেষণে দেখা যায়—গত ৬ কার্যদিবসে সোনালী আঁশের শেয়ারের দর ৯৬ টাকা থেকে বেড়ে ১১৭ টাকা পর্যন্ত হয়। অর্থাত্ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২১ টাকা বা ২১ দশমিক ৭৭ শতাংশ। 
 
আর গত ৮ কার্যদিবসে ইস্টর্ন কেবলস্-এর শেয়ারের দর ১১৮ টাকা থেকে বেড়ে ১৩৪ টাকা পর্যন্ত হয়। অর্থাত্ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৬ টাকা ৩০ পয়সা বা ১৩ দশমিক ৮১ শতাংশ। 
 
ডিএসই আরোও জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানির অনুমোদিত মূলধন বাড়ানো হয়েছে। কোম্পানিরর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত মূলধন ১৭০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top