অবশেষে ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান: ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন চূড়ান্ত

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আইনি নথি ‘ট্রাভেল পাস’ হাতে পেয়েছেন তিনি।

Tarique Rahman finally gets travel pass: Return home on December 25 final
অবশেষে ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান: ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন চূড়ান্ত




শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে তাঁকে এই ট্রাভেল পাস প্রদান করা হয়েছে। 

অবিশ্বাস্য দ্রুততায়, আবেদনের মাত্র এক দিনের মধ্যেই তিনি এই বিশেষ অনুমতিপত্র লাভ করেছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র।

এর মধ্য দিয়ে আগামী ২৫ ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিনে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হলো। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার।

 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, তারেক রহমান দেশে ফেরার জন্য বৃহস্পতিবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন। শুক্রবারই সেই আবেদন মঞ্জুর হয় এবং তাঁর হাতে ট্রাভেল পাস তুলে দেওয়া হয়।

যুক্তরাজ্য বিএনপির এক জ্যেষ্ঠ নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সব পরিকল্পনা মাফিকই এগোচ্ছে। আমাদের নেতা ট্রাভেল পাস হাতে পেয়েছেন। এখন ২৫ ডিসেম্বর তাঁকে বরণ করে নেওয়ার অপেক্ষায় পুরো বাংলাদেশ।”

পাসপোর্ট সংক্রান্ত জটিলতা বা মেয়াদ না থাকায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়। তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং তাঁর বাংলাদেশি পাসপোর্ট জমা ছিল। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই ট্রাভেল পাসই তাঁকে দেশে ফেরার বৈধতা দিল।

আরও পড়ুন:

 
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানানো হয়েছে। তবে এবারের ফেরাটা শুধু রাজনৈতিক নয়, বরং গভীরভাবে আবেগঘন। দলীয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার আগে সোজা চলে যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মায়ের অসুস্থতার খবর শুনেই মূলত দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। গত ২৩ নভেম্বর মায়ের শারীরিক অবস্থার চরম অবনতি হলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে।”

 
তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি ইতিমধ্যে একটি শক্তিশালী ‘অভ্যর্থনা কমিটি’ গঠন করেছে। এই কমিটির সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসমাগম সামাল দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিমানবন্দর এলাকায় লাখো নেতাকর্মীর সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি।

 
২০০৭-০৮ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (এক-এগারো) দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। কারাগারে থাকাকালীন নির্মম নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমান। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের হাল ধরেন তারেক রহমান। তাঁকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। গত সাত বছর ধরে লন্ডন থেকেই স্কাইপ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত দিতেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করতেন। দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাঁর নির্দেশনায় নানা চড়াই-উৎরাই পার করেছেন।

 
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক দৃশ্যপট আমূল বদলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা অধিকাংশ রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা আইনি প্রক্রিয়ায় বাতিল বা প্রত্যাহার হতে থাকে। উচ্চ আদালত তাঁকে একাধিক মামলায় খালাস দেন। এর ফলে তাঁর দেশে ফেরার আইনি বাধাগুলো একে একে দূর হয়।

একইভাবে তাঁর মা বেগম খালেদা জিয়াও পুরোপুরি মুক্ত হন এবং আইনি ঝামেলা থেকে মুক্তি পান। মায়ের মুক্তি এবং নিজের আইনি জটিলতা নিরসনের পর থেকেই দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের নেতার প্রত্যাবর্তনের। গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ২৫ ডিসেম্বর তারেক রহমানের ফেরার তারিখ ঘোষণা করেছিলেন। আজ ট্রাভেল পাস হাতে পাওয়ার মধ্য দিয়ে সেই ঘোষণা বাস্তব রূপ লাভ করল।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা কেবল বিএনপির রাজনীতির জন্যই নয়, বরং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সমীকরণেও এক বিশাল প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


রাজনীতি- নিয়ে আরও পড়ুন
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান: ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান: ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
তারেক রহমানের বার্তা: অন্তর্বর্তী সরকারের কাজ দলীয় স্বার্থ নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা
তারেক রহমানের বার্তা: অন্তর্বর্তী সরকারের কাজ দলীয় স্বার্থ নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা
ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থের প্রতিদ্বন্দ্বিতা করবে হিরো আলম
ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থের প্রতিদ্বন্দ্বিতা করবে হিরো আলম
নাহিদ ইসলামের পিআর আন্দোলনকে 'রাজনৈতিক প্রতারণা' মন্তব্যের প্রতিবাদে জামায়াতে ইসলামী
নাহিদ ইসলামের পিআর আন্দোলনকে 'রাজনৈতিক প্রতারণা' মন্তব্যের প্রতিবাদে জামায়াতে ইসলামী
জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top