চা বাগানে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

S M Ashraful Azom
জেলার কমলগঞ্জ উপজেলার একটি চা বাগান থেকে সাড়ে আট ফুট দৈর্ঘ্যের ১৪ কেজি ওজনসম্পন্ন একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় ডানকান ব্রাদার্স আলীনগর চা বাগানের চা শ্রমিকরা ১৭ নম্বর প্লান্টেশন এলাকায় চা গাছের গোড়া থেকে অজগর সাপটি উদ্ধার করে। অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
সহকারী ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘চা গাছের গোড়ায় অজগরটিকে পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে শ্রমিকরা এটিকে আগলিয়ে রেখে লাউয়াছড়া বনবিট কর্মকর্তাকে (বন্যপ্রাণী) খবর দেয়।’
 
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘সাপটিকে ধরে চা বাগান অফিসে এনে পরিমাপ ও ওজন সম্পন্ন করা হয়েছে।’
 
তিনি আরো বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানের সাপ পর্যবেক্ষণ কেন্দ্রে অজগরটি রেখে শারীরিক সমস্যা আছে কি না তা পরীক্ষা করা হবে। প্রয়োজনে ট্রান্সমিটার স্থাপন করে পরবর্তীতে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top