মোল্লা ওমরের স্থলাভিষিক্ত হলেন মোল্লা আক্তার মনসুর

S M Ashraful Azom
তালেবান নেতা মোল্লা ওমরের স্থলাভিষিক্ত হয়েছেন মোল্লা আক্তার মনসুর। এর আগে তিনি মোল্লা ওমরের সহকারী হিসেবে কাজ করতেন। গত বুধবার আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয় মোল্লা ওমর মারা গেছেন।
 
তালেবান শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি। খবরে প্রকাশ মনসুরকে নেতা হিসেবে মানতে নারাজ অনেক জ্যেষ্ঠ তালেবান নেতা। এর ফলে জঙ্গি সংগঠনটি বিভক্ত হয়ে পড়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
 
পাকিস্তান সূত্রে বিবিসির খবরে জানানো হয়েছে, শীর্ষ নেতার মৃত্যুর পর আফগান সরকারের সাথে তালেবানের শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার মাঝে তালেবানের অনুরোধে এই আলোচনা স্থগিত করা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
আফগান সরকারের দাবি, মোল্লা ওমর দুই বছর আগে করাচির একটি হাসপাতালে মারা যান। তবে এই দাবি অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top