কেউই জাভির জায়গা নিতে পারবে না: তুরান

S M Ashraful Azom
বার্সেলোনার নতুন তারকা আরদা তুরান বলেছেন, ক্লাবটির সদ্য সাবেক হওয়া তারকা মিডফিল্ডার জাভির সরাসরি বিকল্প হওয়াটা যে কারো পক্ষেই অসম্ভব। তুরান গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কাতালান শিবিরে নাম লেখান। তবে নতুন ঠিকানায় এখনই মাঠে নামা হচ্ছে না এই তুর্কি মিডফিল্ডারের। কেননা গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সার দল বদলের ওপর জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নিষেধাজ্ঞা রয়েছে।
বার্সার হয়ে ২৩টি শিরোপা জেতা এবং ৭০০ ম্যাচ খেলা কিংবদন্তী মিডফিল্ডার জাভি গত মৌসুমে ক্লাবটির হয়ে আলোকিত ক্যারিয়ারের ইতি টানেন। নাম লেখান কাতারি ক্লাব আল সাদে। জাভির শূন্যতা পূরণের জন্যই তুরানকে চুক্তিবদ্ধ করলো বার্সা। যদিও তারকা এই মিডফিল্ডার জানালেন সরাসরি জাভির বিকল্প হিসেবে দায়িত্ব পালন কারো পক্ষেই সম্ভব নয়। তুরান বলেন, ‘কেউই জাভির জায়গা নিতে পারবে না। কারণ বিশ্বে তার মতো খেলোয়াড় একটি আছে।’
বার্সায় নাম লেখানোর পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হওয়ার দিন তিনি আরো বলেন, ‘জাভি বার্সার প্রতীক। ক্লাবের মধ্যেই নয়, সে সবার কাছেই অনুকরণীয়। আর আমি ভিন্ন একজন খেলোয়াড়। আমি দুর্দান্ত কিছু করার জন্য এখানে আসলেও জাভি হতে পারবো না। কেউ এমনটা হতে পারবে না। তবে আমি আমার নিজের খেলা দিয়ে বার্সা সমর্থকদের মন ভরাতে চাইবো।’
ক্যাম্প ন্যুর আতিথ্যে রীতিমত মুগ্ধ তুরান। প্রথম দিনই কোচ লুই এনরিকে এবং নতুন সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা যেভাবে স্বাগত জানিয়েছেন তাতে খুবই খুশি এই তুরস্ক জাতীয় দলের এই তারকা ফুটবলার। তুরান বলেন, ‘আমি ফোনে লুই এনরিকের সঙ্গে কথা বলেছি।.....ক্লাবটিতে যোগ দেয়ার পর ইনিয়েস্তাও মেজেজ পাঠিয়ে, এটা ছিল একটি দুর্দান্ত ব্যক্তিগত মেজেজ। তাছাড়া ইনিয়েস্তাকেই আমি অনুকরণীয় ভাবি।’—সকারওয়ে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top