কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
জেলার কাপাসিয়া উপজেলায় শুক্রবার অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরনে নেভি ব্লু রংয়ের জিন্সের প্যান্ট এবং বেগুনি ও সাদা রংয়ের টি সার্ট ছিল।
পুলিশের ধারণা, ওই যুবককে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, উপজেলার বরিষাব ইউনিয়নের সালদৈ এলাকায় সালদৈ-গিয়াসপুর সড়কের পাশে দুপুরে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। কাপাসিয়া থানা পুলিশে খবর দিলে তারা দুপুরে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার গলা দড়ি দিয়ে ফাঁস লাগানা ছিলো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top