মুক্তির
দ্বিতীয় দিনে বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয় করেছে ‘বাহুবলী’। এসএস রাজমৌলির
পরিচালিলত ছবিটি এখন ২০০ কোটি রুপি আয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
বাণিজ্য
বিশেষজ্ঞ ত্রিনাথ বলেছেন, মুক্তির সপ্তাহে ছবিটি ১৪০ কোটি রূপি আয় করেছে।
এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র এই রেকর্ড গড়তে পারেনি।
ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। ছবিটি তৈরিতে ২৫০ কোটি রুপি ব্যয় হয়েছে।