সাতকানিয়া
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের আত্মহত্যা এবং
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে তার অভিযোগের বিষয়টি খতিয়ে
দেখতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি হচ্ছে বলে জানা গেছে।
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানিয়েছেন, মৃত্যু ও
অভিযোগ দুটোই খতিয়ে দেখবে এ কমিটি। তিনি বলেন, 'মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয় থেকেই বিষয়টি তদন্তের অনুরোধ এসেছে।
তবে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তথ্য সচিব মরতুজা আহমদ এ
কমিটির দায়িত্ব পেতে যাচ্ছেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম
সচিব (প্রশাসন) শেখ মিজানুর রহমানকে এ বিষয়ে তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে
নির্দেশ দেওয়া হয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল
হক।