সালমান আর আমি বন্ধু: শাহরুখ

S M Ashraful Azom
আগামী বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ও সালমান খান অভিনীত ‘সুলতান’ চলচ্চিত্র। এখন থেকেই দুই খানের ছবি মুক্তি নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেই বলছেন, বক্স অফিসে দুই খানের ছবি নিয়ে সংঘর্ষ হতে পারে। কিন্তু এটি মানতে নারাজ শাহরুখ।
 
সালমানের বিষয়ে কিং খান বলেছেন, আমরা এখন বন্ধু। তাই সব কাজ আমরা একসাথে করব। তোমাদের সবার জন্য  বক্স অফিসে এটি যুদ্ধ হলেও আমাদের জন্য নয়। আমরা দুইজনই ভালো করব। সেখানে হয়তো কোনো বাণিজ্যিক যুদ্ধ থাকতে পারে কিন্তু আমার দুইজনই লাভবান হব।
 
অ্যাকশন-থ্রিলার ধাঁচের ‘রইস’ ছবিটি পরিচালনা করেছেন রাহুল ধোলাকিয়া। এখানে শাহরুখের বিপরীতে আছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। অন্যদিকে, সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি পরিচালনা করছেন আদিত্য চোপড়া।
 
এর আগে ২০০৬ সালে  শাহরুখের ‘ডন’ ও সালমানের ‘জান-ই-মান’ ছবি প্রায় একই সময় মুক্তি পায়। সেখানে শাহরুখ বক্স অফিস মাতাতে পারলেও সালমান ব্যর্থ হন।

কয়েক বছর ধরেই শাহরুখ ও সালমানের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। তবে এখন মনে হচ্ছে সেই দ্বন্দ্ব কমে এসেছে। এখন তারা পেশাগত ও ব্যক্তিগতভাবে দুইজন দুইজনকে সমাদর করছেন।
 
সম্প্রতি শাহরুখ নিজের টুইটার অ্যাকাউন্টে সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির পোস্টার টুইট করেছেন। এর জন্য ছবির ট্রেলার প্রকাশ করার সময় শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন সালমান। সূত্র: এনডিটিভি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top