আইপ্যাড আকৃতির ট্যাব ছাড়লো স্যামসাং

S M Ashraful Azom
পাতলা ও হালকা ওজনের নতুন ট্যাব ছেড়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। এটি আইপ্যাডকে সহজে টেক্কা দেবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির। ৯.৭ ও ৮ ইঞ্চি দুই পর্দার এস২ নামের ট্যাবটি আগের ট্যাবের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে বলে জানিয়েছে স্যামসাং। সুপার অ্যামেলেড পর্দার এস২ ট্যাবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দীর্ঘ সময় ব্যবহার উপযোগী ব্যাটারি। ৩২ ও ৬৪ গিগাবাইট দুই অভ্যন্তরীণ ধারণক্ষমতায় পাওয়া যাবে ট্যাব দু’টি। পর্দার আকারের ওপর ভিত্তি করে এর ওজন হচ্ছে তিনশ’ ৮৯ বা দু’শ ৬৫ গ্রাম। আকারের দিক থেকে মেটাল ট্যাবলেটের মধ্যে এটিই সবচেয়ে পাতলা ও হালকা বলে দাবি স্যামসাংয়ের। তবে এর মূল্যের বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এছাড়া কবে থেকে ট্যাবটি বাজারে পাওয়া যাবে সে বিষয়েও কিছু জানা যায়নি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top