২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ফিফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্থাটির পক্ষ থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে। গত মে মাসের শেষদিকে হওয়া ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্ল্যাটার। কিন্তু ক’দিন পরই তিনি পদত্যাগ করেন। এতে এই পদটি খালি হয়। ইতোমধ্যে কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনা এই পদে লড়ার ঘোষণা দিয়েছেন।