অকাল মৃত্যু রোধে পুলিশের উদ্যোগ, বকশীগঞ্জে হাইওয়ে সড়কে ভটভটি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ,



সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধে অবৈধ ইঞ্জিন চালিত ভটভটি নামের মরণ যন্ত্র হাইওয়ে সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ। গত ৩ দিন থেকে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল বিভিন্ন স'ানে মাইকিং করে ভটভটি চলাচল বন্ধ করে দেয়। স'ানীয় পুলিশ কামালপুর -জামালপুর সড়কে অভিযানের মাধ্যমে ভটভটি চলাচল বন্ধ করে দেয়। বকশীগঞ্জ থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বকশীগঞ্জের সুধীমহল সহ সাধারণ জনগণ।
জানাগেছে, গত ৫ বছরে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে অবৈধ ভটভটি দিয়ে দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩ শতাধিক মানুষ। পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই। সর্বশেষ গত রোববার কামালপুর-বকশীগঞ্জ সড়কের সূর্যনগর এলাকায় ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি মোটরসাইকেল আরোহী মাসুদ (৩০) এর মর্মান্তিক মৃত্যু হলে বকশীগঞ্জে ব্যাপক তোলপাড় শুরু হয়। ওইদিন থেকেই ভটভটি বন্ধের উদ্যোগ নেয় পুলিশ। যন্ত্রদানব এই ভটভটি গুলো পুলিশ মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা সহ হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, আমরা আর দুর্ঘটনা দেখতে চাইনা। ভটভটি দিয়ে কেউ অকালে ঝড়ে যাক এটি আমি চাইনা। 
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত বকশীগঞ্জ পৌর শহরের দরিপাড়া গ্রামের লালচান মিয়ার পরিবার ওসির এমন হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
ভটভটির ধাক্কায় নিহত বাট্টাজোড় ইউনিয়নের মোশারফ মেম্বারের ভাই আবুল কাশেম পুলিশের এ উদ্যোগকে দীর্ঘস'ায়ী করার দাবি জানান।
ভটভটির ধাক্কায় সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামের নিহত আবেদার স্বামী মোফাজ্জল হোসেন বলেন , দুর্ঘটনার কবলে পড়ে কাছের মানুষ অকালে হারিয়ে যাক তা আমরা চাই না।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top